স্টাফ রিপোর্টার রাকিব মাহমুদ ডাবলু
: বগুড়ার গাবতলীতে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করা মাইশা আকতার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত রাতে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের চকডঙর গ্রামে।
একাধিকসূত্রে জানা গেছে, গাবতলীর নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের ব্রজ গোপাল সরকারের মেয়ে গত ৫/৬বছর আগে একই উপজেলার সুখানপুকুর ইউনিয়নের চকডঙর গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে সজিব হোসেনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মাধবী সরকার ২০২১সালের ১৪নভেম্বরে আদালতের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম মাইসা আক্তার রেখে ওইদিনই সজিব হোসেনকে বিয়ে করেন। দীর্ঘ ৯মাস তারা খুব ভালোভাবেই ঘর সংসার করে আসছিল। গত রোববার রাতে খাবার শেষে সজিব হোসেন ও তার স্ত্রী মাইসা আক্তার নিজঘরে ঘুমিয়ে পড়েন। এরপর দিবাগত রাতে মাইসা আক্তার বুকে ব্যথা অনুভব করলে তাকে সিএনজিযোগে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গাবতলী থানা পুলিশ সজিব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় এনেছে। এ ব্যাপারে মডেল থানার ওসি সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান,লাশ মর্গে আছে।ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।বগুড়া সদর থানা পুলিশ লাশের ময়না তদন্ত করবে।
Leave a Reply