বুধবার , ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

ঘুমধুমের ইউনিয়নের বরইতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ১ উপজাতি আটক

প্রকাশিত হয়েছে-

এম ডি জসিম উদ্দীন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

 

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বরইতলী মগপাড়া হতে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক উপজাতি যুবক আটক হয়েছে।
রোববার দিবাগত রাতে রেজুপাড়া বিওপির বিজিবির অভিযানে মেংক্যাইন তংচংগ্যা (২২) কে ইয়াবাসহ আটক করা হয়।

কক্সবাজার -৩৪ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃকর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ ইয়াবাসহ উপজাতি ইয়াবা কারবারির মেংক্যাইনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।এক গোপন সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপির সদস্যরা বড়ইতলী গ্রামের মংতাচিং তংচংগ্যার ছেলে মেংক্যাইন তংচংগ্যার বাড়ীর মাচাঙয়ের উপর হতে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়া আটককৃত ইয়াবা সে পাচারের লক্ষে গোপনে মজুদ করেছিল গণ্যমান্য লোকজনের
উপস্থিতিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে এসব ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় দেড়কোটি টাকা। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে কক্সবাজার -৩৪ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃকর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান।এদিকে স্থানিয় মেম্বার ঘটনার সত্যতা স্বীকার করেন।