রেজাউল আজিম (চট্টগ্রাম-বাঁশখালী) প্রতিনিধি
চট্টগ্রামের সিতাকুন্ডে বিএম ডিপোতে অগ্নিকান্ডের দূর্ঘটনায় বাঁশখালীর ৭ জনের প্রাণ হারালেন বলে খবর পাওয়া গেছে,
এছাড়া আরও অনেক নিহতদের সন্ধান মিলেনি।
গত ৪ জুন শনিবার রাত প্রায় সাড়ে ১১ টার দিকে এ দূর্ঘটনা টি শুরু হলেও পরের দিন আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে সেনাবাহিনীরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেনাবাহিনী ৫ জুন রাত ১০ টার মধ্যে নিয়ন্ত্রণে আনতে পারবে বলে আশ্বস্ত করিয়েছেন। ইতিমধ্যে বাঁশখালীর ৭জনে প্রাণ হালেও আমাদের হাতে ৫ জনের নাম টিকানা পেয়েছি, ১/শেখেরখীল মোশারফ আলী সিকদারের বাড়ীর মরহুম শাহ আলম চৌধুরীর ৪র্থ সন্তান মোঃ আব্দুর রহমান, ২/ পুঁইছড়ির পূর্ব চালিয়া পাড়ার বাসিন্দা মোঃ মহি উদ্দিন, ৩/ পুঁইছড়ির পূর্ব চালিয়া পাড়ার বাসিন্দা মোঃ তোফাইল আহমদ তোহা, ৪/ পুঁইছড়ি ইউনিয়নের বাসিন্দা (সাবেক ইউপি সদস্য জসিম মেম্বারের একমাত্র সন্তান) মোহাম্মদ রুবেল (৩০), ৫/ ছনুয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মুবিনুল হক, আরও অনেকের সন্ধান মিলেনাই।
Leave a Reply