শুক্রবার , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের ৬ উপজেলার ১৮ ইউপি নির্বাচনে ৯টিতে নৌকা, ৯টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদী- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ভোট গণনা করে ফলাফল ঘোষণা করেন স্ব স্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তারা। পটিয়ার ছনহরা ও আনোয়ার পরৈকোড়া ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও অপর ১৬টি ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩ ইউনিয়নে ভোট গ্রহণ হয়েছে। এতে ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছে। অপর ৬টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছে।

উপজেলার সরল ইউনিয়নে রশিদ আহমদ চৌধুরী, খানখানাবাদ ইউনিয়নে জসিম উদ্দিন হায়দার, বাহারছড়া ইউনিয়নে তাজুল ইসলাম, কালীপুর ইউনিয়নে আ.ন.ম শাহাদাত আলম, বৈলছড়ি ইউনিয়নে মো. কপিল উদ্দিন, শীলকূপ ইউনিয়নে কায়েশ সরোয়ার সুমন এবং কাথরিয়া ইউনিয়নে ইবনে আমিন নৌকা প্রতীকে বিজয়ীরা হয়েছেন।

অপর দিকে গণ্ডামারা ইউনিয়নে আনরস প্রতীক নিয়ে লিয়াকত আলী, পুঁইছড়ি ইউনিয়নে অটোরিক্স প্রতীক নিয়ে তারেক রহমান, সাধনপুর ইউনিয়নে অটোরিক্স প্রতীক নিয়ে সালাহ উদ্দিন কামাল, ছনুয়া ইউনিয়নে মোটর সাইকেল প্রতীক নিয়ে হারুণ অর রশিদ, শেখেরখীল ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী এবং পুকুরিয়া ইউনিয়নে আনরস প্রতীক নিয়ে আসহাব উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাজী ছাবের আহমদ, পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে মোটরসাইকেল প্রার্থী আবদুর রশিদ দৌলদি, ফটিকছড়ি উপজেলা ভুঁজপুর ইউনিয়নে আনসার প্রতীকের প্রার্থী এস এম এইচ শাহজাহান চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে আজিজুল হক চৌধুরী বাবুল, হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে শওকত আলম শওকত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

আনোয়ারায় সারাদিনই ভোটার উপস্থিতি ছিল কম। পাশের ইউনিয়ন থেকে নির্বাচিত ইউপি সদস্য গিয়ে জালভোট দেওয়ার অভিযোগ উঠেছে। বাঁশখালী ভোট কেন্দ্রের পাশ থেকে র‌্যাব বন্দুক উদ্ধার করেছে। তবে বড় ধরনের কোনো মারামারির ঘটনা ঘটেনি।

আনোয়ারায় জালভোট দেওয়ার বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ।

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।