শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চট্টগ্রামে আগুন নিয়ন্ত্রণের পর হৃদরোগে মারা গেলেন ফায়ার ফাইটার

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদী :- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামের পাশে রাসায়নিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনার পর শাররীরিক ভারসাম্য হারিয়ে মারা গেছেন ফায়ার ফাইটার মোহাম্মদ মিলন মিঞা (৩৭)। শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক ফরিদ আহমেদ বলেন, দুপুরে আগুন নেভানোর পর মিলন বুকে ব্যাথা অনুভব করলে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।