শুক্রবার , ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ১০ই রজব, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ইংরেজিতে সাইনবোর্ড, ফ্লেভার্সকে জরিমানা

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

আইন অমান্য করে ইংরেজিতে প্রতিষ্টানের সাইনবোর্ড লেখায় জিইসি মোড়ের ফ্লেভার্স প্রিমিয়ার সুইটসসহ ৪ প্রতিষ্টানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর জিইজি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে এই জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

তিনি জানান, অভিযানে ফ্লেভার্রস প্রিমিয়ার সুইটসের মালিককে ৫ হাজার, জেন্টেল পার্ককে ২ হাজার, আহেলি রেস্টুরেন্টকে ২ হাজার ও ওয়াসা মোড়ের সিজলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানে নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও পলিথিন ব্যাগে পণ্য বিক্রির দায়ে কাজীর দেউরি বাজারের ৪ দোকানদারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।