শনিবার , ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ফের ভূমিকম্প, আতঙ্ক

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

বন্দরনগরী চট্টগ্রামে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমারে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে শুক্রবার (২৬ নভেম্বর) সকালে দেশের বিভিন্ন এলাকায় ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তি স্থল ছিল মিয়ানমার-ভারত সীমান্ত অঞ্চলে।

ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান। চট্টগ্রাম অঞ্চলে এই ভূকম্পনটি বেশি অনভূত হয়েছিল।