বৃহস্পতিবার, ২৫ নভেম্বর
চট্টগ্রামের হাটহাজারীতে বাস-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে কাটিরহাট সড়কে সিটি শপিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়িঁর এএসআই আলাউদ্দীন তালুকদার জানান নাজিরহাট থেকে চট্টগ্রাম শহরগামী সিএনজিচালিত অটোরিকশা কাটিহারহাটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দেয়।
এতে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে চমেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ৩ জনকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply