শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চট্টগ্রামে সাগরিকা শিল্প এলাকা ও আলিফ গলি থেকে ২ শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়

প্রকাশিত হয়েছে-

 আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ (১৫ মার্চ২২) মঙ্গলবার নগরীতে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা শিল্প এলাকা ও আলিফ গলির রাস্তা,ফুটপাত ও নালা দখল করে গড়ে উঠা প্রায় ২ শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

এই সময় রাস্তা,ফুটপাত ও নালা অবৈধভাবে দখলে নিয়ে দোকানের সামনের অংশ বর্ধিত করে চলাচলের প্রতিবদ্ধকতা সৃষ্টির দায়ে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ৩০ আনসার ব্যাটালিয়ানের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।