শুক্রবার , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সাবেক কেন্দ্রীয় কারা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার সোহেল রানা বিশ্বাসের শালা রাকিবুল হাসানের বিরুদ্ধে ৫৪ লক্ষ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলা করেছে দুদক।

আজ বৃহস্পতিবার (১০ই ফেব্রুয়ারি২২) বিকেলে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়- ১’এর সহকারী পরিচালক এনামুল হক বাদি হয়ে মামলাটি করেন।

চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত (বানান এমনই) জানান, রাকিবুল হাসান তার জ্ঞাত আয়ের উৎসের সাথে ৫৪ লাখ টাকার হিসেব দেখাতে পারেনি, সম্পদের তথ্য গোপন ও তার দু’টি ব্যাংক একাউন্ট হতে ৬১ লাখ টাকা স্থানান্তর করে যার উৎসও দেখাতে ব্যর্থ হয়। এসব অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দুদক আইনে মামলা করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী মামলার কার্যক্রম চলবে বলেও জানান তিনি।