শুক্রবার , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ০১ কোটি ৪৬ লক্ষ টাকা মূল্যের ৪৮,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

চট্টগ্রামের আনোয়ারা থানার দোভাষী বাজারের একটি গ্যারেজের ভেতর থেকে ৪৮ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার রাতে তাকে আটক করা হয়।

জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ৪৬ লাখ টাকা। আটক মোহাম্মদ সৈয়দ (৬১) চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার পশ্চিম রায়পুরা এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচলনা করে আনোয়ারার দোভাষী বাজারের গ্যারেজের ভেতর থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়েছে।

মোহাম্মদ সৈয়দ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক কারবারিদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে পরে তা চট্টগ্রাম, ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারিদের কাছে পাচার করে আসছেন। আটক ব্যক্তিকে ও জব্দ করা ইয়াবাসহ থানায় হস্তান্তর করা হয়েছে।