শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চট্টগ্রাম থেকে সম্মাননা ক্রেস্ট অর্জন করল বৃহত্তর ঈদগাঁও পথশিশু ব্লাড এসোসিয়েশন

প্রকাশিত হয়েছে-

ইমরান তাওহীদ রানাঃ- বার্তা সম্পাদক,

চট্টগ্রাম জেলার সেচ্ছাসেবী সংগঠন টেরীবাজার ব্লাড ব্যাংক এর ৩য় বর্ষপূর্তি উৎসব এবং স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত।
শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে শুরু হয়ে চট্টগ্রাম নগরীর প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জমকালো নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

পবিত্র কোরাআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশ্বজয়ী হাফেজ তারেক মনোয়ার।

এই মিলনমেলায় ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ৭০টি সেচ্ছাসেবী সংগঠন যোগ দেয়, মানবিক ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় কক্সবাজার জেলার অসহায় মানুষের আস্থার সংগঠন বৃহত্তর ঈদগাহ পথ শিশু ব্লাড এসোসিয়েশন সম্মাননা স্মারক অর্জন করেন , উক্ত সংগঠনের প্রতিনিধি প্রতিষ্ঠাতা এডমিন ইমরান তাওহীদ রানা কে সম্মাননা স্মারক টা তুলে দেন ।

অনুষ্ঠানে রক্তদাতা সম্মাননাসহ মানবিক কাজের জন্য প্রায় ৫০টিরও বেশী সম্মাননা প্রদান করা হয়।

টেরীবাজার ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা এডমিন এস এম ইদ্রিসের সভাপতিত্বে, এডমিন মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং বোর্ড মেম্বার বাংলাদেশ রেড় ক্রিসেন্ট সোসাইটি এবং টেরীবাজার ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ডাঃ শেখ শফিউল আজম।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও টেরীবাজার ব্লাড ব্যাংকের উপদেষ্টা আলহাজ্ব আমিনুল হক, সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনেট উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান, উপদেষ্টা আলহাজ্ব আহমেদ হোসাইন, বেলায়েত হোসেন, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ আবুল মনছুর, মোঃ ইলিয়াছ, মোঃ আলমগীর, মোঃ শেখ সোহরাওয়ার্দী বাহাদুর, মোঃ আব্দুল করিম, ফরিদ উদ্দিন, ইব্রাহিম পারভেজ, ইমরানুল হক সাঈদ, সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইলিয়াছ, ডাঃ মোরশেদ আলী, আরিফুল হক কায়ছার, রাশেদ ফারুক ও আবুল হাশেম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন খোরশেদ আলী, আতিকুল ইসলাম, ফাহিম গাজী, মোঃ রাশেদ, মিজানুর রহমান আরিয়ান, মোঃ আলমগীর, জুনায়েদ মাহামুদ, নাঈম উদ্দিন, মোঃ তানভীর, ফারজানা কবির, আবছার, সাইফুল ইসলাম মানিক, ফারুক হাজারী, আবরার মোঃ ফাহিম, জাহেদুল ইসলাম প্রমুখ।