শুক্রবার , ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ১০ই রজব, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটি’র উপ-পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পুর নেতৃত্বে আজ ১৫ আগস্ট রবিবার সকাল ১১ টায় নগরীর হালিশহর বৌ বাজার ঈদগাহ স্বাধীনতাচত্বরে এক শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।

শোক র‌্যালিপূর্বে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এম এ নেওয়াজের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটি’র উপ-পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু বলেন, স্বাধীনতার পরাজিত শত্রুরা ও দেশদ্রোহীরা ১৫ আগস্ট জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে ইতিহাসকে বিকৃত করতে চেয়েছিল। কিন্তু তাদের সে স্বপ্ন ও চেষ্টা ব্যর্থ হয়েছে। ইতিহাসে স্বাধীনতা বিরোধী চক্র নিজেরাই আস্তাকুড়ে নিক্ষিপ্ত। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য বোখারী আজম, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান কাজল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিক। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ছাবের আহমদ, মোঃ আনোয়ার, স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হক রাসেল, মোঃ জাহেদ, মোঃ খোকন, আবু জাহেদ, মোঃ মিন্টু, ললিত চৌধুরী, দুর্জয় দেব নাথ, মোঃ শিবলু, মোঃ বোরহান উদ্দিন সুমন, সাইফুল হক টনি, আব্দুল মান্নান, মোঃ রুপু, ইমন আহমেদ অভি, ইঞ্জিনিয়ার আসিফ, মোঃ মুছা, আবু সায়েম, মোঃ এরশাদ, মোঃ রাসেল, শাহাদাত সৌরভ সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ প্রমুখ। র‌্যালির পূর্বে সংগঠনের নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং র‌্যালিটি বৌ বাজার-কাচাঁ রাস্তার মোড়-রূপসা বেকারী মোড়-ওয়াপদা কলোনী মোড়-মনসুরাবাদ মোড় প্রদক্ষিণ করে দেওয়ান হাট চত্বরে শেষ হয়।