চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

আজ (০৩ মার্চ২২) বৃহস্পতিবার দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম এর সভাপতিত্বে সিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিএমপি কমিশনার তাঁর বক্তব্যে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ধন্যবাদ জ্ঞাপন করেন। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। তিনি আসন্ন ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন দিবস, জাতীয় শিশু দিবস, মহান স্বাধীনতা দিবস, পবিত্র শবে বরাত ইত্যাদি দিবস সমূহ যথাযথ মর্যাদায় উদযাপনে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও মামলার নিষ্পত্তি করা, ওয়ারেন্ট তামিল করা, সিধেল চুরি, মোটর সাইকেল চুরি, ছিনতাই ইত্যাদি ঠেকানোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।

এছাড়াও সভায় এএসপি পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ পরিদর্শক ( শহর ও যানবাহন ) জনাব মোঃ সেলিমুর রহমান কে র‍্যাংক ব্যাজ পরিধান করান সিএমপি কমিশনার।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব সানা শামিনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ আমির জাফর, বিপিএম সহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার সহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *