সোমবার , ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই সফর, ১৪৪৭ হিজরি

চসিক কর্তৃক বীর্জাখালের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান অব্যাহত

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

আজ (০৬ মার্চ২২)রবিবার, চট্টগ্রাম নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা থেকে নগরবাসীর ভোগান্তি লাঘবে ও খালগুলোর চিরচেনা রুপ পুনরুদ্ধারের অংশ হিসেবে আজ রোববার সকালে পূর্ব ষোলশহর ওয়ার্ডের মাইজপাড়াস্থ বীর্জাখাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্টেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নগরীর সকল খাল গুলো থেকে পর্যায়ক্রমে অবৈধ দখলদারদের উচ্ছেদ পূর্বক অবমুক্ত করা হবে। তিনি নগরীর জলাবদ্ধতা নিরসনে এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলে অভিমত ব্যক্ত করেন।
অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে চসিক নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিক, উপ- প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী সহ কর্মকর্তা কর্মচারী, চট্টগ্রাম মেট্ট্রোপলিটন পুলিশ ও ৩০ আনসার ব্যাটালিয়ন ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।