শুক্রবার , ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ

প্রকাশিত হয়েছে-

কাজল আইচ, উখিয়া কক্সবাজার।

১৫ মে,২০২২ ইং বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা, উখিয়া উপজেলা সার্বজনীন বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা শুভেচ্ছা বিনিময় করতে আসেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সাথে।

শুভেচ্ছা বিনিময়ের সময় চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন সারাবিশ্বের ন্যায় বাংলাদেশের বৌদ্ধরা আজ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করেন, গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বান তিনটি একই দিনে, বুদ্ধের অহিংসা বাণী ওনার পঞ্চনীতি যদি সবার হৃদয়ে জাগরিত হয় পরিবার সমাজ দেশ সত্যি সুন্দর ভাবে এগিয়ে যাবে, ওনি জগতের সকল প্রাণী সুখী হওয়ার বাণী দিয়ে গেছেন যে বাণীটা বিশ্বব্যাপী নন্দিত। তিনি আরো বলেন উখিয়ার বৌদ্ধ সমাজ বলতে গেলে আমার পরিবারের মতো, আজ এই বিশেষ দিনে সবাইকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান।