রবিবার , ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হলেন ফারিছ চৌধুরী

প্রকাশিত হয়েছে-

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হলেন ফারিছ চৌধুরী
সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ছাত্রলীগের সদস্য মনোনীত হয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ফারিছ চৌধুরী।
চলতি বছরের ৩১ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল- নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্যাডে তাকে সদস্য পদে মনোনীত করেন। বাংলাদেশ ছাত্রলীগে বিভিন্ন সময়ে পদবঞ্চিত নেতাকর্মীদের চিঠির মাধ্যমে প্রদায়ন করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফারিছ চৌধুরী বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে সে দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্বদা বদ্ধপরিকর থাকবো।