মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জমকালো আয়োজনে দৈনিক বাংলাদেশ সমাচার-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিনিধি,

১৬ নভেম্বর ২০২১ খ্রিঃ মঙ্গলবার, যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে জমকালো ও বর্ণিল আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু,এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (অতি. সচিব) মো. আজহারুল ইসলাম খান, আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক (অতি. সচিব) মো. আতাউর রহমান।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদকমন্ডলীর সভাপতি ডা. অনিশ কুমার সরকার, সোনালী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আ. আ. ম. শাহজাহান, রামিসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ সোহেল, সফেনের পরিচালক, ব্যাংকার ও সমাজকর্মী এ কে মোহাম্মদ জাওয়াদুল হক। উক্ত জমকালো আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের অতিঃ ডিআইজি (অব.), দৈনিক বাংলাদেশ সমাচার উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম কিবরিয়া ভূঁইয়া এবং সমন্বয়ক ও সঞ্চালক ছিলেন সফেনের প্রতিষ্ঠাতা, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক বহুমুখী শিল্পস্রষ্টা ড. খান আসাদুজ্জামান।