শনিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২রা শাবান, ১৪৪৬ হিজরি

জাগ্রত জালালাবাদের উদ্যোগে চাল বিতরণ সম্পন্ন

প্রকাশিত হয়েছে-

প্রেস বিজ্ঞপ্তি :

জাগ্রত জালালাবাদ সংগঠনের উপদেষ্টা ও ৫ নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ এর নির্দেশনায় ইদুল ফিতরের প্রাক সময়ে কর্মহীন ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল বিতরন করছে জাগ্রত জালালাবাদ ।

রবিবার (১লা,মে,২০২২) বিকেল ৫.০০ ঘটিকায় জাগ্রত জালালাবাদের স্থায়ী কার্যালয়ে জালালাবাদের ইদ্রিচপুরে কর্মহীন ও সুবিধাবঞ্চিত প্রায় অর্ধশত পরিবারে মাঝে চাল বিতরণ করা হয়। এসময় এলেকার জনগণ চেয়ারম্যান এর এমন নজিরের প্রতি প্রশংশা করেন।
ইতিপূর্বে সংগঠনটি কুরবানির ফুডপ্যাক বিতরণ, ঈদুল ফিতরে দরিদ্রদের অর্থ সহায়তামূলক কাজ করে সুনাম অব্যাহত রেখেছে।
আগামী সম্ভাবনাময় সময়েও সংগঠনের এহেন সমাজিক ও মানবিক কাজ অব্যাহত থাকবে বলে সংগঠনের নেতৃবৃন্দ আশা ব্যক্ত করছে।