জাতীয় বিতর্ক সংসদের আয়োজনে আন্ত:ক্যাম্পাস বিতর্ক প্রতিযোগিতা ২০২১ এর ফলাফল ঘোষণা। ঢাবিকে হারিয়ে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব।
মাধুর্যময় তর্কে চিত্তের বিকাশ এ স্লোগানকে সামনে রেখে ঢাকায় অনুষ্ঠিত হয় আন্ত:ক্যাম্পাস বিতর্ক প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করেন দেশ সেরা বিভিন্ন ক্যাম্পাসের বিতর্ক ক্লাব সমূহ। সকল রাউন্ড শেষে ফাইনালে মুখোমুখি হন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব।
শুক্রবার ৩ ডিসেম্বর রাজধানী সেগুনবাগিচা অবস্থিত আত্ব-তরীক মিলনায়তনে ফাইনাল রাউন্ড এর ফলাফল ঘোষণা করেন জাতীয় বিতর্ক সংসদের প্রধান উপদেষ্টা নূরুল করীম আকরাম।
ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের বিতার্কিকরা।
ফলাফল ঘোষণা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মাঝে ক্রেস্ট এবং নগদ প্রাইজমানি তুলে দেয়া হয়।
জাতীয় বিতর্ক সংসদের মডারেটর আল আমিন সিদ্দিকী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ পিয়াস এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিতর্ক সংসদের প্রাক্তন সভাপতি এম এম শোয়াইব।
শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের বিতার্কিক আবদুল্লাহ আল মারুফ।
Leave a Reply