এডমিন প্রকাশক
পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে কেয়ার বাংলাদেশ- GRAUS গ্রাউস ও Save The Children কর্তৃক আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১০ মার্চ ২০২২ খ্রিঃ বিকাল ২ ঘটিকার দিকে কেয়ার বাংলাদেশ, GRAUS ও সেইভ দ্যা চিল্ড্রেন কর্তৃক এ আয়োজন করা হয়। উক্ত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২২ উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও সেইভ দ্যা চিল্ড্রেন প্রকল্প কর্মকর্তা দুর্যোগ ও জরুরি শিক্ষা কার্যক্রম অফিসার জনাব মোঃ ফারুক হোসাইন, সেইভ দ্যা চিল্ড্রেন প্রকল্প কর্মকর্তা- ইঞ্জিনিয়ার জনাব রেদওয়ান আহমাদ, অত্র রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এবং উখিয়া ভয়েস২৪ ডটকম এর পরিচালক জনাব মোঃ ছৈয়দ হামজা সাহেব, এনজিও GRAUS ফিল্ড সুপারভাইজার জনাবা জান্নাতুল ফেরদৌস, জনাবা, মেহেরুন্নেছা,
অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন, পারভীন আক্তার, উকচাইন চাকমা প্রমুখসহ স্কুল সভাপতি ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের পুরষ্কার বিতরণ করেন এবং প্রধান শিক্ষকের সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।