শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

জাতীয় প্রেসক্লাবের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে-

মোঃ রাকিব,বিশেষ প্রতিনিধিঃ

 

বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৪ দফা দাবিতে আজ জাতীয়   প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পলিটেকনিক ছাত্র পরিষদ এর ব্যানারে মানববন্ধন করে। এসময় ডিপ্লোমা ইন্জিনিয়ারিং এ অধ্যায়নরত শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিল।

মানববন্ধনে উল্লেখ্য তাদের ৪ দফা দাবিগুলো হলোঃ

১. অতিদ্রুত ৮ম পর্বের ভাইবা নিতে হবে এবং চাকুরী নিয়োগে সুযোগ দিতে হবে।
২. স্তুগিত ২য়,৪র্থ ও ৬ষ্ঠ পর্বের তাত্ত্বিক উত্তীর্ণ (অটোপ্রমোশন) দিয়ে ব্যবহারিক অংশগুলোকে পরবর্তী পর্বের সাথে সংযুক্ত করা হোক।
৩.১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের সিলেবাস কমিয়ে এবং অনলাইনে (সম্ভবহলে সরাসরি) ক্লাস করানোর মাধ্যমে দ্রুত পরীক্ষা নেয়া হোক।
৪. ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ চারটি প্রকৌশলী ও অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের আসন বরাদ্দ করা হোক। উক্ত দাবির বিষয়ে কোন বিলম্ব মানিনা, মানবো না।

উল্লেখ্য, কোভিড-১৯ মহামারীর কারণে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ১০ মাস যাবৎ বন্ধ রয়েছে। যার ফলে ডিপ্লোমা ইন্জিনিয়ারিং এ অধ্যায়নরত ২য়, ৪র্থ, ৬ ষ্ঠ, ও ৮ম পর্বের সমাপনী পরীক্ষা আটকে আছে। এখনও পরীক্ষার বিষয়ে স্পষ্ট কোন সিদ্ধান্ত দিতে পারেনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।