শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জামিনে মুক্তির পর জেলগেট থেকে ফের গ্রেফতার মাওঃ আজিজুল হক ইসলামাবাদী

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

হেফাজতের ২৯টি মামলায় আইনি প্রক্রিয়ায় জামিন নিয়ে মুক্ত হওয়ার সময় জেলগেট থেকে ফের গ্রেফতার দেখানো হল মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে

সম্প্রতি হাইকোর্ট থেকে ঢাকা ও চট্টগ্রামের মোট ২৯টি মামলায় আইনি প্রক্রিয়ায় জামিন নিয়েছেন হেফাজতের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আইনি সব প্রক্রিয়া শেষে রবিবার কেরানীগঞ্জ কারাগার থেকে বের হওয়ার কথা ছিল মাওলানা ইসলামাবাদীর। কিন্তু ৪ঠা সেপ্টেম্বর ২০২২ ইং ভোরে উনাকে ফের জেলগেট থেকে গ্রেফতার দেখানো হয়। অত:পর ঢাকা মেট্রো পুলিশের দু’টি গাড়ির পাহারায় পুলিশভ্যানে করে কেরানীগঞ্জ কারাগার থেকে পুনরায় চট্টগ্রাম কারাগারে পাঠানো হয় ইসলামাবাদীকে। চট্টগ্রাম পৌছার পর ওনাকে পটিয়া থানার ৫০.৩.২১ মামলায় গ্রেফতার দেখিয়ে আটক করা হয়।

মাওলানা ইসলামাবাদী দীর্ঘদিন যাবত কারাগারে অসুস্থ অবস্থায় জীবনযাপন করছেন। রিমান্ডের অমানবিক নির্যাতনে হাঁটু ও পায়ের ব্যাথা ছাড়াও গত কয়েকমাস ধরে উনি যক্ষ্মা তথা টিবি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। মাওলানা ইসলামাবাদী বর্তমানে প্রতিদিন কমপক্ষে দেড় ঘন্টা অক্সিজেন দিতে হয়।
এমন অসুস্থ একজন আলেমের সাথে এমন অমানবিক আচরণের তীব্র নিন্দা জানাই।

মাওলানা ইসলামাবাদী সহ সকল কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি।

সূত্রঃ
মুহাম্মাদ ইরফানুল হক
(মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর আপন ভাই)