তিনি ১৯৭২ সালে কক্সবাজারের উখিয়া আলহাজ্ব মাওলানা আমির হামযার সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন ৷
তিনি জামিয়া পটিয়া হতে ১৯৯২ সালে বেফাকুল মাদারিস বোর্ড হতে তাকমিল শ্রেণীতে রেকর্ড সংখ্যক মার্ক পেয়ে প্রথম স্থান অর্জন করেন ৷
১৯৯৪ সালে থেকে ২০০০ সাল পর্যন্ত ৬বছর সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে শিক্ষক ও অনুবাদক হিসেবে কাজ করেন ৷
২০০১ সাল থেকে এপর্যন্ত জামিয়া ইসলামিয়া পটিয়ায় পাঠ দান করে যাচ্ছেন ৷ এছাড়া জামিয়ার বিভিন্ন আরবি, ইংরেজি, বাংলা ম্যাগাজিনের সম্পাদনার দায়িত্ব পালন করেন ৷
তিনি দীর্ঘ দিন পর্যন্ত দেশ বিদেশে ওয়াজ, লেকচার, সেমিনারের মাধ্যমে দ্বীনের খেদমত করে যাচ্ছেন ৷
তিনি ২০০৫ সালে সাউথ আফ্রিকায় Radio Islam এ প্রোগ্রাম করেন ৷ ২০০৮ সালে সৌদি বাদশার আমন্ত্রণে মক্কা শরিফে অনুষ্ঠিত ধর্মীয় সংলাপ ও কনফারেন্সে অংশ গ্রহণ করেন ৷
২০১২ সালে বৈরুত, লেবনানে আরব লীগ Ice cream এর যৌথ উদ্দোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবিক আইন শীর্ষক কোর্সে অংশ গ্রহণ করেন ৷
২০১৭ সালে আমেরিকা যুক্তরাষ্টের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে “ধর্মশিক্ষা বিষয়ক সেমিনারে অংশ গ্রহণ করেন ৷ একই বছরে ইন্দোনেশিয়ার আররানিয়ান ইউনিভার্সিটিতে “আন্তর্জাতিক মানবিক আইন” শীর্ষক সেমিনারে স্পীকার হয়ে প্রবন্ধ পাঠ করেন ৷
২০১৮ সালে মক্কা নগরীতে অনুষ্ঠিত রাবেতাতুল ইসলামিয়ার সেমিনারে ১ম স্থান অর্জন করেন ৷
এছাড়া দেশ বিভিন্ন ব্যাংক, সংগঠনের দায়িত্ব পালন করে যাচ্ছেন ৷
হুজুরের যোগ্যতার সবচে বড় দলিল হল হুজুরের কোন ধরণের সরকারি সনদ না থাকা সত্বেও ঢাকা সহ দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে হুজুরের সুযোগ মত কম পক্ষে মাসে ১বার হলেও লেকচারের জন্য প্রস্তাব আসে ৷
হুজুরের লিখিত বই ১. Charity in Islam, ২. Respect for the dead বহির্বিশ্বে ব্যাপক সাড়া জাগিয়েছে ৷
এছাড়া হুজুরের বিষয় ভিত্তিক তত্ব বহুল বয়ানের বই প্রকাশিত হয়েছে ৷
এক কথাই বললে ওনি সকলের সুপরিচিত মুখ বহু ভাষার অধিকারী মাওলানা হারুন ইসলামাবাদীর প্রতিচ্ছবি ৷
আল্লাহ হুজুরের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন
https://www.facebook.com/410183906264668/posts/700397230576666/
Leave a Reply