বৃহস্পতিবার , ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে সফর, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় এক প্রতিবন্ধী কিশোর প্রাণ হারালো।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

প্রকাশিত হয়েছে-

 

মুহাম্মাদ সাইফুল্লাহ আল মনির
ঝালকাঠি জেলা প্রতিনিধি

উপজেলা প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো মো. নাহিদ খান (১৪) নামে এক কিশোর।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে পৌরসভার মাটিভাঙা এলাকায় নলছিটিগামী একটি লেগুনার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় পথচারি নাহিদ খান। এসময় লেগুনার যাত্রী লালবানু বেগম, কমলা বেগম ও জান্নাতি গাড়ি উল্টে পড়ে গিয়ে আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত নাহিদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।নিহত নাহিত খান নলছিটি পৌরসভার নাঙ্গুলী এলাকার নাসির খানের ছেলে।

নলছিটি থানার ইন্সপেক্টর তদন্ত আবদুল হালিম তালুকদার জানান, ঘাতক লেগুনাটি থানায় নিয়ে আসা হয়েছে তবে চালক পালিয়েছে। নিহত নাহিদের লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।