শুক্রবার , ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

টেকনাফের নাফ নদীতে গুলি বিনিময়ের পর ৩০ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশিত হয়েছে-

ইবরাহীম মাহমুদ, টেকনাফ প্রতিনিধি

টেকনাফ সীমান্তে নাফ নদীর তীরে ইয়াবা
পাচারকারীদের সঙ্গে গুলিবিনিময়ের পর ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এই সময় কেউ গ্রেপ্তার না হলেও কৌশলে নাফনদীতে সাঁতরিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে দাবি বিজিবির।

১৩ আগস্ট ২০২১ খ্রিঃ শুক্রবার ভোরে টেকনাফের সাবরাংয়ের আচারবনিয়াস্থল নাফ নদীর তীরে এ ঘটনা ঘটে।

শুক্রবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

বিজিবি অধিনায়ক জানায়, ‘ভোরে টেকনাফের সাবরাং বিওপির জওয়ানরা মিয়ানমার হতে মাদকের বড় চালান আসার গোপন সংবাদের খবরে স্থলভাগের অবস্থান নেয় বিজিবি। এর কিছুক্ষণ আচারবনিয়াস্থল নাফনদী পয়েন্ট দিয়ে প্রবেশকালে বজিবি অভিযান চালায়। এ সময় পাচারকারীরা বিজিবিকে লক্ষ্যে করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে, বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এতে মাদক কারবারীরা গুলিবিদ্ধ অবস্থায় নাফনদীতে লাফ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

তিনি আরো জানান, ‘সরকারী কর্তব্যে বাধা প্রদান এবং অবৈধ মাদক পাচারের দায়ে অজ্ঞাত ব্যাক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরো জানান,সরকারী দায়িত্ব পালনে বাঁধা প্রদান ও মাদক বহনে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। এই সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত করতে বিজিবি জওয়ানেরা আরো কঠোর এবং সততার সাথে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।