বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

টেকনাফের সৌদি প্রবাসী প্রতারক জিয়াবুলের সন্ধান চায় ভূক্তভোগীরা।

প্রকাশিত হয়েছে-

টেকনাফ প্রতিনিধি

সৌদি আরবের আবহা খামিছ এলাকায় ৫ জনের কাছ থেকে বিপুল পরিমাণ সৌদি রিয়াল ধার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে টেকনাফের প্রবাসী জিয়াবুল এর বিরুদ্ধে।সৌদি আরবের খামিছ থেকে মুঠোফোনে এ অভিযোগ জানান সাবরাং ৩নং ওয়ার্ড কাটাবনিয়া এলাকার প্রবাসী আবুল মনজুর।
প্রতারক জিয়াবুল টেকনাফ সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের নজির আহমেদ এর ছেলে।

আবুল মনজুর জানান,প্রতারক জিয়াবুল ১ বছর আগে সৌদি আরবের জেদ্দা শহরে বসবাস করতো,পরে সে কয়েকমাস আগে থেকে আবসা জেলার খামিছ শহরে গেলে টেকনাফের লোক হিসেবে তার সাথে ভালো সম্পর্ক হয়।প্রতারক জিয়াবুল বিভিন্ন সময় অসুবিধার কথা বলে তার কাছ থেকে টাকা ধার চাইতো।পরে একদিন তার কথায় মনে দয়া আসলে তাকে নগদ ৪ হাজার টাকা ধার দেয়।কিছুদিন পর সে টাকা ফেরত দেয়ার কথা থাকলেও টাকা নেয়ার পর থেকে জিয়াবুল তার বাসা পরিবর্তন ও মোবাইল বন্ধ করে দেয়।সৌদি আরবে অবস্থানরত সকল টেকনাফের লোকজনের কাছে অনেক খোঁজ-খবর নেয়ার পর বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ‍্য।
সে আরও ৪ জনের কাছ থেকে ঠিক
একইভাবে টাকা ধার নিয়ে পালিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা।
প্রতারনার শিকার হলেন-সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাটাবনিয়া গ্রামের আবুল মঞ্জুর এর কাছ থেকে ৪ হাজার রিয়াল যার বাংলা টাকা ৯৬ হাজার, সাবরাং ইউনিয়ন চান্দলী পাড়া ১নং ওয়ার্ডের রশিদ আহমদ থেকে ৩ হাজার রিয়াল যার বাংলা টাকা ৭২ হাজার,একই ওয়ার্ড চান্দলি পাড়া এলাকার মোঃ রুবেল থেকে ২ হাজার রিয়ার যার বাংলা টাকা ৪৮ হাজার টাকা,একই এলাকার মোঃ কবিরের কাছ থেকে ৩ হাজার রিয়াল,যার বাংলা টাকা ৭২ হাজার টাকা,কক্সবাজার রামু ভারওয়া খালী এলাকার দেলোয়ারের কাছ থেকে ৪ হাজার রিয়াল,যার বাংলা টাকা ৯৬ হাজার টাকা।সর্বমোট সৌদি ১৬ হাজার যার বাংলা টাকা ৩ লাখ ৮৪ হাজার টাকা নিয়ে সে পালিয়ে যায়।

এ বিষয়ে,আবুল মনজুরের ছোট ভাই সাবরাং বৃহত্তর নয়াপাড়া ফুটবল টিমের খেলাওয়াড় মোঃ দিদার জানান,
প্রতারক জিয়াবুলের গ্রামের বাড়ি মিটা পানির ছড়া।
তার মা বাবার কাছে গিয়ে জানতে চাইলে প্রতারক জিয়াবুলের মা বাবা বলেন, তাদের ছেলের সাথে দীর্ঘ ৮ মাস হচ্ছে কোন ধরনের যোগাযোগ নেই বলে জানান।

প্রবাসী আবুল মনজুর ও অপর ৪ জন ভূক্তভোগীরা পালিয়ে যাওয়া এই প্রতারক জিয়াবুলের খোঁজ পেতে কক্সবাজার জেলার সকল প্রশাসন ও জনগণের প্রতি সহযোগীতা কামনা করছেন।