বৃহস্পতিবার , ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টেকনাফের হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ৪৫ শাহাদাৎ বার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে-

উখিয়া ভয়েস 24 ডটকম

 

 

 

ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।

কক্সবাজার, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। ১৫ আগস্ট শনিবার ভোর থেকেই টেকনাফের হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর উদ্যোগে কালো ব্যাচ ধারণ, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, মাস্ক বিতরণসহ এতিম অসহায়দের জন্য কাঙ্গালি ভোজের আয়োজন করেন। পরে ইউনিয়ন হলরুমে ১৯৭৫সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের যারা নিহত হয়েছে তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে খতমে কুরআন মাহফিল ও শোক দিবসের আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়, প্রধান অতিথি ছিলেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী। হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলসহ
সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের কর্মী বৃন্দ ও এক কালের তুখোড় ছাত্র নেতা তারেক মাহমুদ রনিসহ গণমাধ্যম কর্মী লুতফুর আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।