ইব্রাহীম মাহমুদ টেকনাফপ্রতিনিধি
সীমান্ত উপজেলা টেকনাফ উপজেলার ৪নং সাবরাং ইউনিয়ন ৬নং ওয়ার্ড দক্ষিণ নয়াপাড়া এলাকায় গাছ কাটতে গিয়ে ওই গাছের চাপায়ই মারা গেলেন বশির আহম প্রকাশ বশির ড্রাইভার নামে এক বৃদ্ধ।
শনিবার (২৮ মার্চ) বিকেলে সাবরাং ইউনিয়ন দক্ষিণ নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার মৃত কালা চাঁদের ছেলে বশির আহমদ (প্রকাশ) বশির ড্রাইভার (৬২)।
নিহতের জামাতা সাবরাং ৬নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ মেম্বার
এ বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের স্বজনেরা জানান শনিবার (২৮ মে) নিজ বসত বাড়িতে শ্রমিক নিয়ে রেন্টি করই নামক গাছ কাটছিলেন তিনি। ঐ গাছের শাখা বেশিরভাগ কাটা শেষে গাছ হেলে পড়তে শুরু করে। তাড়াতাড়ি গাছের নিচ থেকে বশিরকে সরে যেতে বলেন কর্মরত শ্রমিকরা। তবে তিনি সরে না গিয়ে একপর্যায়ে গাছটি খলিফার মাথার ওপরে পড়লে এ অজ্ঞান হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সবে মাত্র খবর পেয়েছি। বিষয়টি দেখতেছি।
Leave a Reply