শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

টেকনাফে ভোজ্য তেলের সংকট,দাম আকাশছোঁয়া

প্রকাশিত হয়েছে-

ইব্রাহীম মাহমুদ

টেকনাফ উপজেলা ও পৌর শহরের হাট বাজার সমুহে ভোজ্য তৈলের ডিলারগন অতিরিক্ত মুল্য নেওয়ার উদ্দেশ্যে কৃত্রিম সৃষ্টি করে তেলের গোদামজাত করে রেখেছে। ফলে বাজারে ভোজ্য তৈল শুন্য হয়ে পড়েছে। পৌর শহরের বাজারে আসা আজিজ, কামাল, রহমত জানান, বাজারের প্রতিটি মুদির দোকান, ডিলারের আরত ঘুরে ৫,৩, লিটার ভোজ্য তৈল পাওয়া যায়নি। পৌরসভার কাসেম সওদাগরের দোকানে গিয়ে ১লিটার ওজনের কয়েকটি বোতল পাওয়া গেলেও দাম চড়া। প্রতিটি লিটারের দাম নেওয়া হয়েছে ২ শত টাকা করে। গত কয়েক দিন ধরে ভোজ্য তৈলের দাম বৃদ্ধি পাওয়ায় ও সংকটের কারনে স্থানীয় ক্রেতা সাধারণের নাভিশ্বাস উঠেছে। পৌর শহরের হাট বাজারের ভোজ্য তৈলের ডিলারদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বাজারে ভোজ্য তৈল সংকট মুল্য বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার খসরুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।