বৃহস্পতিবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি

টেকনাফ উপজেলার হ্নীলা ইউপি নির্বাচনে আবাও নৌকার প্রতিক নিয়ে নির্বাচন করতে চাই রাশেদ মাহমুদ আলী

প্রকাশিত হয়েছে-

এইচ এম তাওহীদের প্রতিবেদক

 

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার আসন্ন হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হতে চান বর্তমান চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

তিনি উখিয়া-টেকনাফ আসন থেকে নির্বাচিত আ’লীগ দলীয় সাবেক সংসদ সদস্য, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও টেকনাফ উপজেলা আ’লীগের সভাপতি মরহুম অধ্যাপক মোহাম্মদ আলীর মেজ ছেলে ও হ্নীলা ইউনিয়ন আ’লীগের সভাপতি ।

রাশেদ মাহমুদ আলী বলেন, আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে প্রাণপ্রিয় সংগঠন আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার পক্ষে আন্দোলনে মাঠে ছিলাম, সামনেও থাকব ইনশাআল্লাহ।

তিনি বলেন, এলাকার জনগণের চাওয়া ও দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী আগামী নির্বাচনে আমি আবারও অংশ নিতে চাই। দল আমাকে নৌকা প্রতীক দিলে আবারও বিপুল ভোটে নির্বাচিত জয় হব ইনশাআল্লাহ। মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ২নং হ্নীলা ইউনিয়নকে।