শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

টেকনাফ উপজেলায় সহ ব্যবস্থাপনা দিবস পালিত

প্রকাশিত হয়েছে-

ইব্রাহীম মাহমুদ:- টেকনাফ,

সীমান্ত উপজেলা টেকনাফে সহ ব্যবস্থাপনা দিবস পালিত হয়েছে। বুধবার (২৩ মার্চ) সকালে
নেচার এন্ড লাইফ প্রকল্পের সৌজন্যে টেকনাফ সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির আয়োজনে
টেকনাফ উপজেলা পরিষদ চত্বরে বিশাল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, টেকনাফ পৌর সভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর দিল মোহাম্মদ দিলু, মধ্যম হ্নীলা বিট কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোছন, বিশিষ্ট সমাজ সেবক ও পরিবেশ কর্মী নুরুল আমিন, নেচার রিসোর্চ ম্যানেজার অশীম কুমার বড়ুয়া, সাইট সমন্বয় কারি নেচার এন্ড লাইফ প্রকল্পের মোহাম্মদ সওকত উসমান।

পরে দিবসটি উপলক্ষে টেকনাফ রেঞ্জ মাঠে সিপিজি কমিটি (বন পাহাড়া দল) সদস্যদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেন, সাইট সমন্বয় কারি নেচার এন্ড লাইফ প্রকল্পের মোহাম্মদ সওকত উসমানের পরিচালনায় টেকনাফ রেঞ্জ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবুল কালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়

পাশাপাশি উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দের পুরস্কার বিতরণ, সহ ব্যবস্থাপনা কার্য্যালয়ে দেশীয় প্রজাতির বৃক্ষ রোপন করা হয়,পরবর্তীতে রেঞ্জ কর্মকর্তা মহোদয় সকলকে সহ-ব্যবস্থাপনা দিবসের তাৎপর্য কে অন্তরে ধারণ করে প্রকৃতিকে বাঁচাতে টেকসই সহ ব্যবস্থাপনাঃ রক্ষিত এলাকা ব্যবস্থাপনা বিধিমালা ২০১৭ বাস্তবায়ন।

এই সময় উপস্থিত ছিলেন, নেচার এন্ড লাইফ প্রকল্প ব্যবস্থাপক – এনআরএম, অসীম বড়ুয়া,সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমান, সাইট ফেসিলিটেটর নজরুল ইসলাম। মোহাম্মদ ইদ্রীস ওয়াহিদ, মোঃ আব্দুল্লাহ, ইদ্রীস খান, মোহাম্মদ নুর সহ আরো অনেকেই।