বৃহস্পতিবার , ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে সফর, ১৪৪৭ হিজরি

টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের জরুরি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

টেকনাফ প্রতিনিধি,

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, টেকনাফ উপজেলা শাখার বিশেষ জরুরী সভা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবদুল হক সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত জরুরি সভায় বক্তব্য রাখেন- টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক রহমত উল্লাহ, হৃীলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়াজ করিম, সাবরাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল মতলব, হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল মোস্তফা।

উপস্থিত ছিলেন- টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আজিজুল হক, হৃীলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সিঃ সহ-সভাপতি জে কে রাসেল, টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাশা, মোহাম্মদ ফারহাদ, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আবদুল শরীফ, হোয়াইক্যং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি খাইরুল বশরসহ প্রমুখ।।

টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের জরুরী সভা ও কর্মী সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে (উখিয়া-টেকনাফ) নৌকার বিজয় সুনিশ্চিত করতে টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অগ্রযাত্রা অব্যাহত থাকব।