২৬ নভেম্বর ২০২১ খ্রিঃ বিকাল ৩ ঘটিকার সময় টেকনাফ মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবন থেকে টেকনাফ উপজেলা শহীদ মিনার চত্তর পর্যন্ত আনন্দ র্যালি ও অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক জনাব সন্তোষ কুমার শীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ সরকারি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক জনাব নুরুল ইসলাম মাহমুদ, মোহাম্মদীয়া রিয়াদুল জান্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব কবি আবুল হোসাইন হেলালী, টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়ার সিনিয়র শিক্ষক মুফতি শরীফ, লেংগুরবিল বড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব হাফেজ তাহের, কুতুবদিয়া কলেজের প্রভাষক জনাব ছানা উল্লাহ মোহাম্মদ কাউছার, সাবরাং রেড ক্রিসেন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জিয়া উদ্দিন, টেকনাফ গ্রীণ ইনভায়রনমেন্ট মোভমেন্ট টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব নুরুল আমিন, টেকনাফ সওতুল হেরা সোসাইটির সাধারণ সম্পাদক জনাব ইব্রাহিম রাহি, টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আব্দুল লতিফ, টেকনাফ সওতুল হেরা সোসাইটির সাংগঠনিক সম্পাদক জনাব ইকবাল আজিজ, টেকনাফ নাইট্যংপাড়া ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব হাজ্বী মোহাম্মদ ইউনুছ, টেকনাফের বিশিষ্ট সমাজসেবক জনাব মনির উল্লাহ, অনুষ্ঠানে টেকনাফ কেন্দ্রীয় পাঠাগারের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন টেকনাফ কেন্দ্রীয় পাঠাগারের সভাপতি জনাব আহমদ বিন শফী।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং টেকনাফ কেন্দ্রীয় পাঠাগারের শিক্ষা ও গবেষণা সম্পাদক জনাব নুরনবী এবং উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামিয়া আল ইসলামিয়া রাসূলপুর কেরানীগঞ্জ মাদ্রাসার শায়খুল হাদিস জনাব জহির আহম্মদ কাশেমি।
টেকনাফ কেন্দ্রীয় পাঠাগারের ১ম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মীর মোশারফ, ২য় স্থান অর্জন করেন সুফিয়া নূরীয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র মোহাম্মদ ইব্রাহিম, ৩য় স্থান অর্জন করেন টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ হাসান, ৪র্থ স্থান অর্জন করেন টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়ার নবম জামাতের ছাত্র মোহাম্মদ এনামুল হাসান এবং ৫ম স্থান অর্জন করেন টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়ার দশম জামাতের ছাত্র হুছাইন জাহেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন টেকনাফের ইয়াবার বদনাম ঘোচাতে শিক্ষার কোনো বিকল্প নেই, সেই শিক্ষা অর্জনের জন্য পাঠাগারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তারা আলো বলেন দেশ ও জাতীর উন্নয়নের মূল মন্ত্র হলো শিক্ষা যা পাঠাগারের মাধ্যমে সম্ভব।
পরিশেষে দোয়ায়ে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন শাইখুল হাদিস জনাব জহির আহম্মদ কাশেমি,রাসূলপুর কেরানীগঞ্জ মাদ্রাসা।
Leave a Reply