শনিবার , ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২২শে সফর, ১৪৪৭ হিজরি

টেকনাফ মাদকদ্রব্য অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ার সহ ১জনকে আটক করেছে

প্রকাশিত হয়েছে-

ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ,

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের টেকনাফ বিশেষ জোন এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি টীম বুধবার ৯ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ ঘটিকার সময় টেকনাফ সাবরাং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ডেইলপাড়ার এজাহার মিয়ার বসত বাড়ীতে অভিযান চালানো হয়।
এসময় বাড়ীর ভিতর খাটের নিচে মজুদ করা বিদেশী মাদক দ্রব্য গ্র্যান্ড রয়েল হুইস্কি ১৩২ বোতল, আন্দামান গোল্ড বিয়ার ৪৮৫ ক্যান, ডায়া ব্লো ১২ পার্সেন্ট বিয়ার ২০০ ক্যান,উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারী হলেন,সাবরাং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ডেইল পাড়া এলকার এজাহার মিয়ার ছেলে হেলাল উদ্দিন (২৮)।
এরা দুই সহোদর পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য ব্যবসায় জড়িত ছিল বলে জানা যায়।

এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।