সীমান্ত উপজেলা টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিঠাপানির ছড়া ও হাবির ছড়ায় ২টি নির্মানকৃত সড়কের উদ্বোধন করেন সাবেক এমপি বদি।
আজ রবিবার (১৩ই মার্চ) দুপুরের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে উখিয়া টেকনাফ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি প্রধান অতিথি হিসেবে সড়ক গুলোর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ,
উক্ত ওয়ার্ড়ের মেম্বার রশিদ মিয়া, প্রকল্পের ঠিকাদার, ওয়ার্ড়ের সাবেক মেম্বার আহমদ হোসাইন ও লম্ববরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইলসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্প গুলো বাস্তবায়ন করেন
এ ব্যাপারে উক্ত ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার রশিদ মিয়া জানান, আমাকে জনগণ যে উদ্দেশ্যে নিয়ে ভোট দিয়েছেন, তাদের দীর্ঘদিনের যাতায়াত, শিক্ষা, পানীয় জ্বলের সমস্যা সহ বিভিন্ন সমস্যা সমাধানের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেখানে আমাকে উখিয়া টেকনাফ-৪ আসনের সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদসহ আমার ওয়ার্ডের সমস্যাগুলো সমাধানের জন্য অত্যন্ত আন্তরিক। এভাবে মেম্বার রশিদ মিয়া ১নং ওয়ার্ডে জনসাধারণের মৌলিক সমস্যা, সড়ক, কালভার্ট ও সেতু নির্মাণের কাজ অব্যাহত রাখার জন্য পরিকল্পনা হাতে নিয়েছেন।
Leave a Reply