মোহাম্মদ কফিল উদ্দিন আরমান,
প্রতিনিধি,টেকনাফ উপজেলা
আজ (২০ ই) রমজান টেকনাফ উপজেলার অন্তর্গত বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী (৩নং) ওয়ার্ডের বাসিন্দা জনাব জাফর সওদাগরের দোকানে প্রায় রাত ২ ঘটিকার সময় একটা ডাকাতের দল সমবেত হয়ে দোকানের কর্মচারীর আঙ্গুল কেটে ফেলা হয়। সাথে সাথে ডাকাতি করে ৪/৫ লাখ টাকা এবং জমিনের খতিয়ান ও তার পুত্র বধুর গলার হার ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয়।
স্থানীয়রা এমন ন্যাক্কারজনক ঘটনা কে তীব্র নিন্দা জানিয়ে বলেন,এই অমানবিক নির্যাতন যারা করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, না হয় বাহারছড়া ইউনিয়নের জনগণ সুখে-শান্তিতে জীবন-যাপন করতে পারবে না বলে জানান তারা। এবং ছিনিয়ে নেওয়া জিনিস গুলো দোকানদার জাফর ফেরত পাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তার পরিবার ও স্থানীয়রা।
Leave a Reply