সোমবার , ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই সফর, ১৪৪৭ হিজরি

ডাক বাংলা সাহিত্য একাডেমি কর্তৃক “সাহিত্যিকরত্ন” সম্মাননা স্মারক অর্জন করেন লেখক মোঃ সেলিম হাসান

প্রকাশিত হয়েছে-

অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!!লেখক মোঃ সেলিম হাসান -কে ডাক বাংলা সাহিত্য একাডেমি কর্তৃক “সাহিত্যিকরত্ন” সম্মাননা প্রদান করা হলো। উল্লেখ্য যে, নীলাবতী নীলাঞ্জনা উপন্যাস সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য শূণ্য থেকে শেকড়ে উঠে আসার অবদানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

বেঁচে থাকুক মগজে মননে এমন একজন প্রিয় সাহিত্যিকরত্ন। তিনিই আমাদের জীবন্ত আসমানী, হাজারো রত্নের অবয়ব। এছাড়াও বিভিন্ন সাহিত্য ও সামাজিক উন্নয়ন অসংখ্য সংগঠনের সাথে জড়িত আছেন। একজন সফল সংগঠক। অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের বন্ধু। জীবন সংগ্রামী একজন সাহিত্যিকরত্ন। আপনাকে সম্মান দিতে পেরে প্রক্ষান্তরে আমরাই সম্মানিত। প্রিয় লেখক, আমরা আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

শুভেচ্ছান্তে :
শ ম দেলোয়ার জাহান
প্রতিষ্ঠাতা ও সভাপতি
ডাক বাংলা সাহিত্য একাডেমি
ঢাকা, বাংলাদেশ।