তারেক মাহমুদ রনির নতুন বছর নিয়ে স্মৃতিচারন- জীবন চলে জীবনের গতিতে। ২০২০ শেষে চলে আসছে নতুন আরেকটি বছর ২০২১!
সফলতা-ব্যর্থতা, আনন্দ-বেদনা, হাসি-কান্না সব মিলিয়েই কাটে আমাদের প্রতিটা বছর। কিন্তক এই বছরটি যেন আমাদের প্রজন্মের সবচেয়ে বেদনাময় একটি বছর। করোনা মহামারীতে সারা বিশ্বে লাখ লাখ মানুষের প্রাণহানি গোটা বছরই আমাদেরকে করে রেখেছে ঘরবন্দীর মতো জীবন। এরই মধ্যে চলে এলো নতুন আরেকটি বছর ২০২১। সময় এবার নতুন বছরকে বরণ করে নেয়ার। করোনাকে বিদায় দিয়ে হয়ত এই ২০২১ হয়ে উঠবে আবার একটি স্বাভাবিক বছর। আমরা ফিরে পাবো স্বাভাবিক জীবনযাত্রা।
বাঙালিদের নতুন বছরের সবচেয়ে বড় আমেজ পাওয়া যায় বাংলা নতুন বছরে। যদিও ইংরেজি নতুন বছরকেও বরণ করতে ভুলিনা আমরা। কারণ, জীবনের প্রতিদিনের হিসেব রাখি তো আমরা ইংরেজি বছরকে মাথায় রেখেই। তাই নতুন আরেকটি বছরকে ঘিরে কত পরিকল্পনা, আশা ভরসার বিষয় জড়িয়ে থাকে।
সদ্য বিদায়ী বছরটি আমার জীবনের জন্য বড় বেদনাদায়ক, গত ১৩ নভেম্বর উখিয়া-টেকনাফের সাবেক সংসদ আমার বাবা অধ্যাপক মুহাম্মদ আলীকে হারিয়েছি। করোনালব্দে দেশ বহুগুনীজনকে হারিয়েছে। আমি তাদের রূহের আত্মার মাগফিরাত কামনা করি।
উৎসব প্রিয় আমরা প্রতিটি উৎসবেই আনন্দ ভাগ করে নিয়ে থাকি প্রিয়জনদের সাথে।
এই করোনা মহামারী সময় টি নিজে সচেতনতা ভাবে জীবনের পথ চলবো, তাতে নিজ পরিবার, সমাজ ও রাষ্ট্র সুস্বাস্থ্যে রাখবো।
Leave a Reply