এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,
দিনাজপুরের হাকিমপুর (হিলি) প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়েছে। নির্বাচনে গোপন ব্যালট ভোটের মাধ্যমে তিন বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন,সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলা ভিশনের হিলি স্থলবন্দর প্রতিনিধি মুরাদ ইমাম কবির।
আজ শুক্রবার স্টেশন রোডে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্টিত হয়।নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আনারুল ইসলাম টুকু।
ভোট গণনা শেষে ১৮ ভোট পেয়ে তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচতি হয়েছেন গোলাম মোস্তাফিজুর রহমান মিলন,তার নিকটতম প্রতিদ্বন্দী জাহিদুল ইসলাম পেয়েছেন ১৭ ভোট।অন্যদিকে ২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মুরাদ ইমাম কবির,নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আনোয়ার হোসেন বুলু পেয়েছেন ১৪ ভোট। সহ-সভাপতি পদে সিরাজুল ইসলাম ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী রবিউল ইসলাম সুইট পেয়েছেন ১৭ ভোট এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসুদুল হক রুবেল,তার নিকটতম প্রার্থী তাছির উদ্দিন বাপ্পী পেয়েছেন ৮ ভোট।
নির্বাচনে প্রেসক্লাবের ৩৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।