৫ ইং নভেম্বর সকাল ১১ টায় দিনাজপুর-২৯ বিজিবি’র ফুলবাড়ী ব্যাটালিয়ন চত্বরে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি রংপুর রিজিয়নের ডিপুটি কমান্ডার কর্ণেল মোঃ জাকারিয়া হোসেন ।
বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি। এ সময় অন্যান্যদের মধ্যে দিনাজপুর সেক্টরের ২৯ ব্যাটালিযনের লেঃ কর্ণেল মোঃ শরীফ উল্লাহ আবেদ সহ অফিসারবৃন্দ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ,জনপ্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজিবি সুত্রে প্রকাশ ধ্বংসকৃত মালামালের মধ্যে ভারতীয় ফেনসিডিল ৫৭ ৯৭৪ বোতল,ইয়াবা ৫ হাজার ৮শ পিস,গাজা ১৯৫ কেজী,বিদেশী মদ ৪৬৫ বোতল,বিয়ার ০৯ বোতল হেরোইন ২০ গ্রাম,দেশী মদ ৩৩৫.৫ লিটার, যৌন উত্তেজক সিরাপ ২৬ হাজার বোতল, নেশা জাতীয় ইনজেকশন ২৫ হাজার ৮৪৩ পিস। ফুলবাড়ী ব্যাটালিয়ন চোরাচালান বিরোধী অংশ হিসেবে প্রধান মন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরন করে মাদক নিমূলে ২০১৯ সালের নভেম্বর হতে ৩০ অক্টোবর ২১ মাসে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ২১ মাসে কোটি ৬০ লাক টাকার মুল্যমানের অবৈধ মাদকদ্রব্য আটকে সক্ষম ৷
Leave a Reply