রবিবার , ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ আটক-১

প্রকাশিত হয়েছে-

মোঃ ইফসান খান ইমন -নাইক্ষ‍্যংছড়ি,

নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঘুমধুম ইউনিয়নে ইয়াবা সহ রহমত উল্লাহ নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র।

শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই পাবেল মল্লিকসহ একটি পুলিশের টিম ঘুমধুম ইউপির ৫ নং ওয়ার্ডস্থ টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখ এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা কালে সন্দেহ জনক আচরণের কারনে তাকে আটক করে।
আটককৃত ব্যক্তির নিকট হতে ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়,যার বাজার মূল্য ৬লক্ষ টাকা।
আটককৃত ব্যক্তি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ৮ এর মৃত ফয়েজ উল্লাহ’র পুত্র।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা বলেন, জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম এর সার্বিক নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।