শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নাইক্ষ্যংছড়ির বাইশফাড়ি সীমান্তে বিজিবির সঙ্গে বন্দুক যুদ্ধে ১ রোহিঙ্গা মাদক প্রচারকারী নিহত

প্রকাশিত হয়েছে-

ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।

সম্প্রতি মাদক পাচারকারীদের নিরাপদ রুট
পার্বত্য বান্দরবান জেলার মিয়ানমার সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি সীমান্তে বিজিবি’র সঙ্গে বন্ধুকযুদ্ধে আদহাম (৩০) নামের এক রোহিঙ্গা যুবক ইয়াবা ব্যবসায়ী বিজিবির সাথে গোলাগুলিতে নিহত হয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিস ইয়াবা ও
একটি দেশীয় তৈরী বন্দুক, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (২১ অক্টোবর) ভোরে সীমান্তের ৩৫নং পিলারের সন্নিকটে এ গোলাগুলির সংঘটিত হয়৷
নিহত রোহিঙ্গা যুবক তুমব্রু কোনাপাড়া শরণার্থী শিবিরের আবুল হাশেমের পুত্র।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমদ জানান, গোপন সূত্রে আমরা খবর পাই সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইয়াবার চালান আসবে তারপর কঠোর অবস্থান নেয় বিজিবি।
এসময় ১০/১২জনের একটি দল মিয়ানমার থেকে আসতে দেখে বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করলে ইয়াবা কারবারিরা টহল দলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে। টহলরত বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি
চালাই।

তখন ইয়াবা পাচারকারী সদস্যরা পাহাড়ের গিরিপথ দিয়ে মিয়ানমারের ভিতরে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে উক্ত রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় ইয়াবা ও দেশীয় তৈরী একনলা বন্দুক সহ উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকৃত ইয়াবা মূল্য প্রায় ১কোটি ২০ লাখ টাকা।
বিজিবির লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমদ
জানান, মাদক পাচারকারীদের ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।