আজ ১৭ মার্চ। স্বাধীন বাংলাদেশের স্থপতি, রাজনীতির মহাকবি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন।নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত জাতির জনকের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি আর ভালবাসা।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাবা সাদিয়া আরেফীন কচি,প্রধান অতিথি নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামিলীগ সভাপতি শফিউল্লাহ মোহোদয়,আমন্ত্রীত অতিথি হিসেবে ছিলেন মাননীয় মহোদয়ের মন্ত্রী প্রতিনীধি জনাব খাইরুল বশর মহোদয়।বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি আলমগীর হোসেন,প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জনাব ইমরান মেম্বার।বক্তব্য রাখেন উপজেলা সেস্বাসেবক লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মেম্বার,নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল আবসার মহোদয়।
বক্তৃতাই বক্তারা বলেন,বাংলার স্বাধীনতার স্থপতি,বাঙ্গালী জাতির মুক্তির অগ্রদূত,সোনার বাংলা’র স্বপ্নদ্রষ্টা,বিশ্বের অবিসংবাদিত নেতা,যার জন্ম না হলে বাঙ্গালী জাতি কোনদিন স্বাধীনতার স্বাদ পেত না-সে মহান নেতা,জাতির পিতা বঙ্গবন্ধু’র শতবর্ষের জন্মদিনে জানাই বিনম্র ও গভীর শ্রদ্ধান্জলী।কামনা করি রুহের মাগফেরাত।জাতির পিতা বঙ্গবন্ধু’র জন্ম না হলে বাংলাদেশ নামের এই দেশটি বিশ্বে আলোকিত হতে পারত না।আমরা স্বাধীন হয়েছি।কিন্তু বঙ্গবন্ধু’র রক্তের ঋন জাতি কোনদিন শোধ করতে পারবে না।বাঙ্গালী জাতির স্বাধীনতা আর মুক্তির জন্যেই বঙ্গবন্ধু’র মত অপ্রতিরোধ্য নেতার জন্ম হয়েছিল।বঙ্গবন্ধু হত্যার চক্রান্তের সঙ্গে জড়িত স্বাধীনতা বিরোধী চক্র আজও সক্রিয়।বঙ্গবন্ধু’র রাজনৈতিক অাদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে সেই অপশক্তিকে।বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা,বাংলার আপামর জনতার নেত্রী,জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়ে তুলতে পারলেই কেবল জাতির পিতা বঙ্গবন্ধু’র আত্মা শান্তি পাবে।
Leave a Reply