শনিবার , ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২২শে সফর, ১৪৪৭ হিজরি

নাইক্ষ‍্যংছড়িতে বিদেশি ২৪ বোতল মদ আটক করেছে বিজিবি

প্রকাশিত হয়েছে-

মোঃ ইফসান খান ইমন- নাইক্ষ‍্যংছড়ি,

নাইক্ষ্যংছড়ি জোনের আওতাধীন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্হ;ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি বিওপির দায়িত্ব পূর্ণ চাকমা পাড়াতে।

বিজিবি কর্তৃক মালিক বিহীন বার্মিজ মদ উদ্ধার করা হয়
শুক্রবার সকাল ৭টার সময় নাইক্ষ্যংছড়ি জোনের আওতাধীন কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ বাইশফাঁড়ি বিওপি’র বিশেষ টহল দল কর্তৃক বিওপি হতে আনুমানিক ১ কিঃমিঃ দক্ষিণে এবং সীমান্ত পিলার-৩৭ হতে আনুঃ ২০০ গজ উত্তর পশ্চিমের চাকমাপাড়ার আম বাগান নামক স্থান হতে মালিক বিহীন ২৪(চব্বিশ) বোতল বার্মিজ রাম মদ উদ্ধার করে করা হয়।

উদ্ধারকৃত বার্মিজ মদ ধ্বংসের জন্য কক্সবাজার ব‍্যটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সুত্রে জানা গেছে।