মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নাইক্ষ‍্যংছড়িতে ৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী

প্রকাশিত হয়েছে-

মোঃ ইফসান খান ইমন- নাইক্ষ‍্যংছড়ি,

বৃহস্পতিবার ২ মার্চ সকাল ১০টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের প্রাঙ্গনে, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে ৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।উক্ত র‍্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা, ইমরান চেয়ারম্যান দোছড়ি ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা,মোঃ সৈয়দ নূর সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা ,আলম কোম্পানি বাইশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

নাইক্ষ‍্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের নাইক্ষ‍্যংছড়ি প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম কাজল,এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধি সহ অনেকেই উক্ত র‍্যালীটি নাইক্ষ্যংছড়ি উপজেলা হতে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।