মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ্যংছড়ি,
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনস্হ জামছড়ি বিওপির বিপরীতে মিয়ানমার অভ্যন্তরে সালিডং বিজিপি ক্যাম্প এলাকাতে
মিয়ানমার অভ্যন্তরে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার- ৪৫ হতে আনুমানিক ৫০০ মি. দক্ষিণ-পশ্চিমে এবং বিওপি হতে আনুমানিক ১ কিঃ মিঃ দক্ষিণে মিয়ানমার অভ্যন্তরে ৬ বিজিপির অধীনস্থ সালিডং ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ১ টি ল্যান্ড মাইন বিস্ফোরণে এক জন গুরুতর আহত হন, আহত ব্যক্তির নাম
মোঃ গোলাম আকবর (২৫) পিতাঃছৈয়দ আজিম সাঃ জামছড়ি ৪নং ওয়ার্ড পোস্টঃ চাকঢালা থানাঃ নাইক্ষ্যংছড়ি,
অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনার জন্য গেলে মাইন বিস্ফোরণে বাম পায়ের গুরালী উড়ে যায় এবং শরীরের ম্পর্শকাতর কুসুমেও মারাত্মক জখম হয় বলে সুত্রে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
Leave a Reply