নাইক্ষ্যংছড়া সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে আগুনে বিজিবির অস্থায়ী চেকপোস্ট সহ বিস্তৃর্ণ পাহাড়ী এলাকা পুড়ে গেছে।
জানা যায় গত ১ মার্চ রাত ৯টার সময় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ চাকঢালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত ৪৪ পিলার এলাকার মধ্যবর্তী বাংলাদেশের অভ্যন্তরে বড়ছোনখোনা নামক এলাকায় কাঠ ব্যবসায়ী খালেক (৩৫), পিতা-জালাল আহমদ, সাং- গোয়ালমারাঝিরি, ৬নং ওয়ার্ড, সদর ইউনিয়নের, নাইক্ষ্যংছড়ি, নিজের ক্রয়কৃত বাগানে আগাছা পরিস্কার করার জন্য আগুন দিলে বিস্তৃর্ণ পাহাড়ী এলাকা পুড়ে যায়।
উক্ত আগুনে বিজিবির সাপমারাঝিরি পোস্ট ও বড়ছোনখোনা পোস্ট ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়। তবে আগুনের ঘটনায় বিজিবির চেকপোস্টে এর খুঁটি পুড়ে যায়। এছাড়া কোন ক্ষয়ক্ষতি হয়নি। পরবর্তীতে আগুন মিয়ানমারের কিছু ভিতরে গিয়েও জ্বলতে দেখেছে বলে স্থানীয় কয়েক জন জানান।
Leave a Reply