এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।
গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ পালিত হয়েছে, এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকেল ৩ টায় দিকে উপজেলা কনফারেন্স সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভা বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, আইসিটি সহকারী প্রোগ্রামার পাপিয়া নাসরিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার ওয়াকিল উদ্দিন, প্রমুখ।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ- ২০২২ উপলক্ষে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, শিশু মুশফিকা আক্তার অহনা ও রিমা
এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, শিক্ষকসহ আরো অনেক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহে বক্তব্যে বলেন, শিশুরাই আগামী দেশের ভবিষ্যৎ তাই শিশুর প্রতি কোন প্রকার অবহেলা না করা হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। শিশুর প্রতি যত্ন নিতে হবে, তারা যেন সঠিকভাবে মেধা সম্পন্ন হয়ে গড়ে উঠতে পারে। তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পিতা-মাতার মতো তাদেরকে ভালোবাসা দিয়ে পাঠদানে মনোনিবেশ করতে হবে।