মঙ্গলবার , ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাফনদীতে ভাসমান অবস্থা অজ্ঞাত যুবকের লাশ

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদন,

কক্সবাজারের টেকনাফে নাফনদীতে অজ্ঞাত এক যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।

২১ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টার দিকে টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড নাইট্যংপাড়ার উত্তর দিক সংলগ্ন এলাকায় নাফনদী থেকে এই লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

তিনি জানান, সকালে স্থানীয়রা নাফনদীতে ভাসমান অবস্থা একটি মৃতদেহ দেখতে পায় এ সময় স্থানীয়রা থানায় খবর দেয়। এরপর এসআই মিল্টন খন্দকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়, স্থানীয়দের সহযোগীতায় মৃতদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। তবে, তাৎক্ষণিকভাবে মৃতদেহটি কার সেটা নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।